স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। ভারতীয় উপমহাদেশে এ নিয়ে চতুর্থবারের মত ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। তবে এবারই প্রথম ভারত এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব লাভ করেছে। এর আগে যৌথভাবে বিশ্বকাপ হয়েছে উপমহাদেশে।
বিশ্বকাপ শুরুর আগে জেনে নেওয়া যাক খুঁটিনাটি-
- প্রাইজমানি
বিশ্বকাপ জয়ের পুরষ্কারের অঙ্ক বাড়ায়নি আইসিসি, গতবারের মতো এবারও চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ চার মিলিয়ন ইউএস ডলার। আর রানার্স আপ পাবে এর অর্ধেক, দুই মিলিয়ন। আসরের মোট প্রাইজমানি হল ১০ মিলিয়ন বা এক কোটি ইউএস ডলার। সেমিফাইনালে ওঠা দুই দল পাবে ৮ লাখ ডলার করে। আর প্রথম পর্বে বাদ পড়া বাকি ছয় দলের প্রত্যেকের জন্য বরাদ্দ ১ লাখ ইউএস ডলার করে। এর বাইরে ম্যাচ জয়ের পুরষ্কারও দেবে আইসিসি। প্রতিটি দল ম্যাচ জিতলেই পাবে ৪০ হাজার ডলার করে বাড়তি অর্থ।
- টুর্নামেন্টের ভেন্যু
বিশ্বকাপে গ্রুপপর্বের ৪৫ এবং সেমিফাইনাল-ফাইনাল মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের ১০টি ভেন্যুতে। এর মধ্যে উদ্বোধন ও ফাইনাল ম্যাচসহ পাঁচটি খেলা রয়েছে গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
এছাড়া ম্যাচ রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম, এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, অরুণ জেটলি স্টেডিয়াম, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ইডেন গার্ডেন, লখনৌ স্টেডিয়াম, ওয়াংখেডে স্টেডিয়াম, এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও রাজিব গান্ধী স্টেডিয়ামে।
- নতুন প্রযুক্তি
বিশ্বকাপে প্রথমবারের মতো দর্শকদের জন্য ভার্টিকাল বা লম্বালম্বি ভিডিও প্রডাকশন করতে যাচ্ছে আইসিসি। সংস্থাটি বলছে শুধু ক্রিকেট নয় খেলার ইতিহাসেই এটি হবে প্রথম ঘটনা। মূলত যারা মোবাইল ফোনে খেলা দেখবেন তাদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নিয়েছে আইসিসি ও সম্প্রচার সহযোগী ডিজনি স্টার। এর জন্য প্রতিটি ভেন্যুতে আলাদা করে ক্যামেরা সেট করা হয়েছে। এছাড়া ‘স্প্লিট স্ক্রিন’ বা একই সাথে মাঠের দুটি ঘটনা দেখার সুযোগ থাকছে।
এই প্রথমবারের মতো বিশ্বকাপের আগ দিয়ে একটা ব্লকচেইন পার্টনার ঘোষণা করেছে আইসিসি। এছাড়া দর্শকদের জন্য ভার্চুয়াল প্রতিযোগিতারও আয়োজন থাকছে। মাঠে যখন ক্রিকেটাররা লড়ছে ব্যাটে বলে তখন সমানতালে চলবে প্রযুক্তির লড়াইও।
-
গ্রুপ ফরম্যাট
২০১৯ বিশ্বকাপ ফরম্যাটের মতো রবিন রাউন্ড পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। এ নিয়ে তৃতীয় বারের মতো রাউন্ড রবিন ফরম্যাটে হবে বিশ্বকাপ। ১৯৯২ আসরে প্রথম এই পদ্ধতিতে খেলা হয়েছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪টি দল পা রাখবে সেমিফাইনালে।
রাউন্ড রবিন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলই ৯টি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্ব শেষে শীর্ষে থাকা দল টেবিলের চতুর্থ দলের সঙ্গে এবং দুই ও তিনে থাকা দল দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর জয়ী দু’দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post