স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ব্রাইটন হোভ এন্ড অ্যালবিওন। মঙ্গলবার রাতে তারা এভারটনকে ৪-১ গোলে হারিয়েছে। সম্প্রতি শেষ হওয়া কাতার বিশ্বকাপ শেষে এই ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে ফিরেন ব্রাইটনের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এর আগে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের প্রত্যাবর্তনে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন ব্রাইটনের ফুটবলাররা। গত রাতের ম্যাচে দলের জয়ে গোল করেন কাওরু মিতোমা, ইভান ফার্গুসন, সলি মার্চ এবং পাসকাল গ্রোব। ম্যাচের ৬০ মিনিটের মধ্যেই চারটি গোল করে ফেলে ব্রাইটন। ফলে তাঁদের জয় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচের একেবারে শেষে অতিরিক্ত সময়ে পেনাল্টি আদায় করে এভারটন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ডেমারাই গ্রে। এর আগে ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অ্যালিস্টার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন এই মিডফিল্ডার। ব্রাইটনের বড় জয়ের দিনে গোল বা গোলে সহায়তা না করতে পারলেও দ্যুতি ছড়িয়েছেন তিনি।
১৭ ম্যাচে ২৭ পয়েন্ট হলো ব্রাইটনের। আছে তালিকার ৮ নম্বরে। আর্সেনাল ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে। ১৬ ম্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ৩৬। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল। গোল পার্থক্যে তাদের চেয়ে পিছিয়ে চারে আছে ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post