স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব শিরোপা নিজেদের করে নেয় রোহিত শর্মারা। সেই কারণে দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৭৬ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সচিব জয় শাহ বলেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’
এদিকে এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১ দশমিক ২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে ২ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। অবশ্য রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও কম পাচ্ছে না। তাদেরও দেয়া হয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। অন্যদিকে, সেমিফাইনালে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। তারা ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে পাচ্ছে। আর পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে এই অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও উইন্ডিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post