স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ খেলা শঙ্কার মুখে পড়ে গেছে টিম সাউদির। আঙ্গুলের গুরুতর চোট সমস্যায় ভুগছেন এই তারকা পেসার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এই চোট সমস্যায় পড়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে একটি ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে যায় সাউদির।
গত শুক্রবার লর্ডসে ১৪তম ওভারের শেষ ডেলিভারিতে ফিল্ডিংয়ের সময় জো রুটের ক্যাচ নিতে গিয়ে সেই চোট পান সাউদি। চোট পেয়ে মাঠ ছেড়ে যান তিনি। এরপর আর খেলতে নামেননি। মাঠ ছাড়ার আগে তার অস্বস্তি খারাপ কিছুরই ইঙ্গিত দিচ্ছিল।এরপর ট্রেন্ট বোল্ট বিকল্প ফিল্ডার হিসাবে তার স্থলাভিষিক্ত হন। পরবর্তীতে সাউদি ব্যাটও করতে নামেননি।
সাউদির এই চোট অস্ত্রোপচারের মাধ্যমে সারানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাতে শঙ্কায় পড়ে গেছে অভিজ্ঞ এই পেসারের বিশ্বকাপ খেলা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। সাউদির অস্ত্রোপচার প্রসঙ্গে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেন, ‘তার ডান হাতের বুড়ো আঙ্গুলে আমরা কিছু পিন এবং স্ক্রু লাগিয়ে দেবো। এই প্রক্রিয়াকে সফল করে তুলতে হবে। টিম কতটুকু ব্যথা সহ্য করতে পারে সেটাও দেখার বিষয় আছে। এরপর সে যখন ফিরবে, ট্রেইনিং করবে ও খেলবে তখন কেওন অনুভব করে সেটাও দেখতে হবে।’
গ্যারি আরও বলেন, ‘অক্টোবরের পাঁচ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী দিনে আহমেদাবাদে আমাদের খেলা আছে। ওই সময় যৌক্তিকভাবেই আমরা তাকে মাঠে দেখতে চাই। টিম খুবই অভিজ্ঞ এবং আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের স্কোয়াডে থাকার জন্য আমরা তাকে সবরকমের সুযোগ দিতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post