স্পোর্টস ডেস্ক:: মাহমুদউল্লাহ রিয়াদ দলে নেই বেশ কয়েক সিরিজ থেকে। দলে না থাকায় তার বিশ্বকাপ খেলারও সুযোগ নেই। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, তাদের ভাবনায় রিয়াদ-আফিফ দু’জনেই আছেন। বিশ্বকাপের আগে তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া হবে।
সম্প্রতি বিসিবির প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়ে ছিলেন, রিয়াদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। কারণ দীর্ঘ দিন থেকে দলে নেই এই সিনিয়র ক্রিকেটার। যার কারণে তাকে বিশ্বকাপ বিবেচনায় দেখছেন না তিনি।
যদিও সুজনের এই বক্তব্যের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়ে ছিরেন, রিয়াদ বিশ্বকাপ ভাবনায় আছেন। কেননা বিসিবি যে ২৪ জনের পুল তৈরি করেছে, তাতে রিয়াদ আছেন। এই পুলের সবাই বিশ্বকাপ খেলার বিবেচনায় আছেন। তাদের মনিটরিং করা হচ্ছে।
নির্বাচকের এমন মন্তব্যের পর দিন সিলেটে সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, মাহমুদউল্লাহ রিয়াদ-আফিফদের সুযোগ আছে। বিশ্বকাপের আগে তারা জাতীয় দলে খেলার সুযোগ পাবেন। তাদের ভাবনায় কোনো পরিবর্তন আসেনি।
রিয়াদ-আফিফ প্রশ্নে হাথুরুসিংহে বলেন, “(আফিফ ও মাহমুদউল্লাহ) তাদের ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post