স্পোর্টস ডেস্কঃ কেন উইলিয়ামসনের পর টিম সাউদিকেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাচ্ছে না নিউজিল্যান্ড। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলে ব্যথা পেয়েছিলেন এই পেসার। এরপর তার বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। তবুও বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের বিপক্ষে সাউদিকে পাচ্ছে না কিউইরা।
নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন সাউদির না থাকা। এদিকে এর আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন। তার জায়গায় তাসমান সাগরপাড়ের দেশটির অধিনায়কত্ব সামলাবেন লাথাম। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেন (উইলিয়ামসন) আগে থেকেই নেই, এখন টিমকেও (সাউদিকেও) আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।’
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় হাতে চিড় ধরেছিল ৩৪ বছর বয়সী কিউই পেসার সাউদির। এরপর তার অস্ত্রোপচার করানো হয়। আর তাতে দ্রুত সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলেননি তিনি। এবার ছিটকে গেলেন বিশ্বকাপ শুরুর ম্যাচটি থেকেও। আগামীকাল দুপুর আড়াইটায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
ইংল্যান্ড বিশ্বকাপ দল- জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
নিউজিল্যান্ড বিশ্বকাপ দল- কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি* ও উইল ইয়ং।
Discussion about this post