স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর আবারো বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউগিনি। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আগামি ১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট।
বাছাই পর্বে অপরাজিত থেকে মূল পর্বে আসা পাপুয়া নিউগিনি অভিজ্ঞদের প্রাধান্য দিয়েই দল গঠন করেছে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবু আছেন দলটির প্রধান কোচের দায়িত্বে।
পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ড অধিনায়কের দায়িত্ব দিয়েছে আসাদ ভালাকে। তিনি ২০২১ টি-২০ বিশ্বকাপেও পাপুয়া নিউগিনির অধিনায়কত্ব করেছেন। অলরাউন্ডার সিজে আমিনিসহ পাপুয়া নিউগিনির স্কোয়াডে অভিজ্ঞরাই পেয়েছেন প্রাধান্য।
স্থানীয় বাছাই পর্বে ঘরের মাঠে টানা ছয় ম্যাচ জিতে ছিলো দলটি। এরপর আঞ্চলিক বাছাইপর্বে জাপান, ভানাতু, ফিলিপাইনের মতো দলগুলোকে হারিয়েছে টাইবুর শিষ্যরা।
‘সি’ গ্রুপে পাপুয়া নিউগিনির বাকী প্রতিপক্ষরা হলেন ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, আফগানিস্তান ও নিউ জিল্যান্ড। আগামী ২ জুন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাপুয়া নিউগিনি।
পাপুয়া নিউগিনির বিশ্বকাপ স্কোয়াড:
আসাদ ভালা (অধিনায়ক), সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post