নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে ঢাকা ও সিলেটের মাঠে আয়োজন হবে বিশ্বকাপ। তাই বিশ্বকাপের ভেন্যু দেখতে গতকাল বাংলাদেশে এসেছিলেন আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। গতকাল রোববার ঢাকায় পা রাখার পরদিন আজ সোমবার মিরপুরে আসেন এই পাঁচ সদস্য।
আইসিসির প্রতিনিধি দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং। পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার। সোমবার এরা সকলেই এসেছিলেন মিরপুর স্টেডিয়ামে, ঘুরে ঘুরে দেখেন পুরো স্টেডিয়াম ও গ্যালারি নানা সুযোগ সুবিধা।
দীর্ঘ ১০ বছর পর আবারও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এরইমাঝে অস্ট্রেলিয়ার নারীরা সফর করেছে বাংলাদেশ। সামনেই আছে ভারত নারী দলের সফর। চলতি মাসের শেষদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার ৫ ম্যাচের সিরিজ।
এদিকে আসন্ন বিশ্বকাপের আরও দুই ভেন্যু সিলেটে আগামীকাল আইসিসি প্রতিনিধি দলের পরিদর্শন করার কথা রয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখা দেখতেই তারা সেখানে যাবেন। ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের নারী দল। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ২৫ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post