স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। বাছাই পর্বের এক ম্যাচ হাতে রেখে ১৯৯৬–এর চ্যাম্পিয়নরা নিশ্চিত করল ভারতের টিকিট। আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব আসরের টিকিট কাটে শ্রীলঙ্কা। বুলাওয়ের কুইন্স পার্কে আগে ব্যাট করে মাত্র ১৬৫ রানে অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ১০১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে বাছাই থেকে ওয়ানডে বিশ্বকাপের টিকেট পেল শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে নিজেদের শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়েকে। দৌড়ে আছে নেদারল্যান্ডস-স্কটল্যান্ড। তবে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছে সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। গতকাল তারা স্কটিশদের কাছে হেরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
জিম্বাবুয়ের করা ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১০৩ রান তোলে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ৩০ রান করে ফিরলেও থামেনি পাথুম নিসাঙ্কার ব্যাট। ১০১ রান করার পথে দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন তিনি। ৪২ বল খেলে মেন্ডিস করেছেন ২৫ রান। ১০২ বলে ১৪ চারে ১০১ রান করেন নিসাঙ্কা।
এর আগে দিলশান মাদুশঙ্কার বোলিং তোপে জিম্বাবুয়ের টপ অর্ডার যায় গুঁড়িয়ে। প্রথম তিন ব্যাটারকে একাই সাজঘরে পাঠান তিনি। ৩০ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারিয়ে ফেলা রোডেশিয়ানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাহিশ থিকশানার স্পিন ও মাথিসা পাথিরানার পেসে এলোমেলো হয়ে শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৬৫ রানে।
শন উইলিয়ামস অর্ধশতকের দেখা পান। এছাড়া সিকান্দার রাজা করেছেন ৩১ রান। ৫৭ বলে ৫৬ রান করেন উইলিয়ামস। আসরে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি আছে এই বাঁহাতি ব্যাটারের। তবে আজ ইনিংস বড় করতে পারেন নি তিনি। লঙ্কানদের হয়ে থিকশানা ২৫ রানে ৪টি, মাদুশঙ্কা ১৫ রানে ৩ উইকেট নেন। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন থিকশানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post