স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ দল প্রকাশ করেনি। আইসিসির কাছে দলের তালিকা পাঠালেও গণমাধ্যমে জানানো হচ্ছে না কারা আছেন বিশ্বকাপ দলে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও বিশ্বকাপ দল নিয়ে কিছুই জানাচ্ছেন না।
বৃহস্পতিবার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মতবিনিময়-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই অনুষ্ঠানে সাংবাদিকরা বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন করেন।
নাজমুল হাসান পাপন দলে কারা থাকছেন সেটি জানাননি। তবে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে যারাই আছেন সবার উপর তার আস্থা আছে। তিনি বিশ্বাস করেন দলে থাকা সবাই ভালো খেললে ভালো রেজাল্ট হবে। তিনি বলেন, ‘স্কোয়াডে যারা আছে, প্রত্যেকের ওপর ভরসা আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে (দলে) যারা আছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভাল করবে। সাধারণত তাদেরকে যে জন্য দলে নেওয়া হয়েছে, তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই ভাল করবে। আমার মনে হয় একটা ব্যালেন্সড টিম যাচ্ছে। সব কিছু নির্ভর করবে সেই দিন তারা কেমন খেলে তার ওপর। তারা যদি তাদের খেলাটা খেলতে পারে যেকোনো দলের সঙ্গে ভালো খেলা হবে। ‘
বিশ্বকাপ দল নিয়ে কোনো কথা বলবেন না জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। স্কোয়াড কী হবে তাও জানি না। তবে আন্দাজ করা যায়। এক-দুজন খেলোয়াড় এদিক সেদিক হতে পারে। ১১ জনের ভেতর ৯ জন তো এমনি বলে দেওয়া থাকে যে কারা খেলবে। ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post