স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ বিরতি শেষে নতুন বছরে মাঠে ফিরল ইতালিয়ান লিগ। বুধবার রাতে মাঠে নামা জুভেন্টাস বিরতি থেকে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে। ক্রেমোনিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তুরিনের বুড়িরা। গোল করেছেন মিলিক।
ক্রেমোনিসের মাঠে জুভেন্টাস সার্ভিস পায় নি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আনহেল ডি মারিয়ার। চোটের কারণে এই আর্জেন্টাইন স্কোয়াডে ছিলেন না এই ম্যাচে। আরেক মিডফিল্ডার লিওনার্দো পারদেস খেলেছেন বদলি হয়ে। ম্যাচের ৬৭ মিনিটে তাঁকে নামায় জুভরা। তবে তাতেও কোনো লাভ হয়নি। ম্যাচের প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধের অনেকটা সময় গোলহীন থাকতে হয় ইতালির জায়ান্টদের।
ম্যাচের ৮৯ মিনিটেম ময়জে কিনকে ফাউল করায় ফ্রি কিক পায় জুভেন্টাস। ৩০ গজ দূর থেকে নেয়া সেই ফ্রি কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার মিলিক। এই জয়ে লিগ টেবিলে তিনেই থাকলো তারা। তবে তৃতীয় স্থানটা আরও মজবুত হল।
১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট জুভেন্টাসের। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে লাৎজিও, যারা দিনের আরেক ম্যাচে লেচের সঙ্গে ২-১ গোলে হেরেছে। রোমা জিতেছে বলগানার বিপক্ষে। শীর্ষে আছে নাপোলি। তাদের পয়েন্ট ৪১। ৩৬ পয়েন্ট নিয়ে দুই এসি মিলান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post