স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। সুপার এইটে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ উইকেটের জয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে জস বাটলারের দল। সোমবার বার্বাডোজে আগে ব্যাট করে মাত্র ১১৫ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। রান তাড়ায় বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডগড়া জয় পায় ইংলিশরা।
সুপার এইটে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে উইন্ডিজ। বাংলাদেশ সময় সোমবার সকালে মুখোমুখি হবে উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের চেয়ে নেট রানরেটে ভালো অবস্থানে আছে ক্যারিবিয়ানরা। ফলে দুই দলের মধ্যে জয়ী দল পাবে শেষ চারের টিকেট।
কেনসিংটন ওভালে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভারের আগে যুক্তরাষ্ট্রকে অলআউট করার পেছনে মূল ভূমিকা পালন করেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই পেসার। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এক ওভারে চার উইকেট নেয়ার কীর্তি গড়েন জর্ডান। এর আগে এই কীর্তি ছিল শুধু আইরিশ পেসার কার্টিস ক্যাম্ফারের। এবার সেই তালিকায় যুক্ত হলেন জর্ডান। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। তার শিকার এখনও পর্যন্ত ২৮ উইকেট। ৩০টি করে উইকেট নিয়ে তার উপরে আছেন কেবল আদিল রশিদ ও স্টুয়ার্ট ব্রড।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে’তে ৬০ রান তোলে ইংল্যান্ড। এ সময় বাটলার ছিলেন বেশ মারমুখী। তিনি ২৬ বল খেলে ৪৪ রান করেন পাওয়ার প্লে’তে। এরপর তিনি আরও বিধ্বংসী হয়ে ওঠেন। হারমিত সিংয়ের করা নবম ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ৩২ রান তোলেন তিনি। তাতে তার রান ৩৬ বলে হয়ে যায় ৭৮। আর ইংল্যান্ডের রান হয়ে যায় ৯ ওভারে ১১০। দশম ওভারে চার বলে ৭ রান নিয়ে ৯.৪ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। বাটলার ৩৮ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২১ বলে ২ চারে ২৫ রানে অপরাজিত থাকেন ফিল সল্ট। হারমিত মাত্র ২ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। আলী খান ২ ওভারে দেন ২৬ রান। নেত্রাভালকার আজ ২ ওভারে দেন ২১ রান। আর নস্টুশ ২ ওভারে দেন ১৯ রান। বাটলার ও হ্যাটট্রিকম্যান জর্ডানকে পেছনে ফেলে ম্যাচসেরা হন আদিল রশিদ। যিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post