স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য মিনি নিলাম চলছে দুবাইয়ে। যেখানে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার রীতিমতো ঝড় তুলছেন। যাদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার ড্যারিল মিচেল। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটারকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।
১ কোটি রুপি ভিত্তিমূল্যে আইপিএলে নাম লিখিয়েছিলেন মিচেল। তবে মূহুর্তেই বনে গেছেন মিলনিয়ার। তার জন্য বিড করেছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। তবে শেষ দিকে পাঞ্জাবের সাথে কাড়াকাড়ি করে এই ক্রিকেটারকে নিজেদের ঢেরায় ভেড়ায় চেন্নাই শিবির।
ধারণা করা হচ্ছে বেন স্টোকসের পরিবর্তেই তাকে দলে নেওয়া হয়েছে। এর আগে প্যাট কামিন্সের জন্য লড়েও, ব্যর্থ হয়েছিল দলটি। চেন্নাই শিবির এর আগে রাচীন রবীন্দ্রকে ১ কোটি ৮০ লাখ রুপি, শার্দুল ঠাকুরকে ৪ কোটি রুপিতে দলে নেয় তারা। এর আগেও চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন শার্দুল। তবে রবীন্দ্র’র এটি প্রথম আইপিএল। যদিও বিশ্বকাপে নজরকাড়া কিউই অলরাউন্ডার প্রত্যাশা অনুযায়ী দাম পাননি।
এদিকে মোটা অঙ্কের অর্থে দল পেয়েছেন দিলশান মধুশঙ্কা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়ানো এই লঙ্কান পেসারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর জন্য ৪ কোটি ৬০ লাখ রুপি খরচ করেছে দলটি। দিলশানকে পেতে লখনৌ সুপার জায়ান্টসের সাথে লড়তে হয়েছে মুম্বাইকে। তবে ফ্র্যাঞ্চাইজিটিতে থাকা লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে বদ্ধ পরিকর ছিলেন দিলশানকে দলে পেতে।
দিলশান মধুশঙ্কার পাশাপাশি আরও এক বিদেশি পেসারকে মোটা অঙ্কে দলে নিয়েছেন মুম্বাই। তিনি হলেন জেরাল্ড কোয়েটজে। দক্ষিণ আফ্রিকার এই পেসারও আলো ছড়িয়েছেন গেল বিশ্বকাপে। তাকে পেতে টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়নরা খরচ করেছে ৫ কোটি রুপি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে দলে পেতে নিলাম টেবিলে চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের সাথে লড়তে হয়েছে মুম্বাইকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post