স্পোর্টস ডেস্কঃ আরও একটি বড় দুঃসংবাদ শুনলেন এবাদত হোসেন। টাইগারদের এই পেসার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এই সংবাদ নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
দেবাশীষ চৌধুরি বলেন ‘কোনোভাবেই নয় (টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা)। আমরা এটা ভাবছিই না। ওই সময়ের মধ্যে তার ফেরা হচ্ছে না। সাধারণত এধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৮ থেকে ১২ মাস লাগে। অন্তত ১০ মাস।’
দেবাশীষ চৌধুরি আরও বলেন, ‘গেল বছর ডিসেম্বরে ( মূলত আগস্টে) তার অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে অক্টোবরে হয়তো তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, তবে অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’
লিগামেন্টের গুরুতর চোটে গেল বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলা হয়নি এবাদতের। ‘সিলেট রকেট’ খ্যাত এই পেসার লন্ডনে অপারেশন করার পর আশা দেখছিলেন অন্তত চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন। তবে সেটাও আর হচ্ছে না। আরও একটা বিশ্বকাপ মিস করতে চলেছেন এই গতি তারকা।
Discussion about this post