স্পোর্টস ডেস্কঃ দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় যে অঘটন ছিল না তাই যেন বুঝিয়ে দিল স্বাগতিকরা নিজেদের ব্যাটিং দিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ছক্কাবৃষ্টিতে স্বাগতিকদের জেতালেন অ্যারন জোন্স।
রোববার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। জবাবে ১৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিকরা।
ম্যাচ শেষে নিজের ইনিংস সম্পর্কে জানতে চাইলে জোন্স জানান, ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সহ-অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি না, ভাষায় প্রকাশ করা এটি সহজ। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চেয়েছিলাম, যে পন্থায় আমি নেটে অনুশীলন করি। তবে সততার সঙ্গে বলছি, দল চাপে থাকলেই আমার সেরাটা বের হয়ে আসে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post