স্পোর্টস ডেস্ক:: ফিফা ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সঙ্গী মেক্সিকো ও কানাডা। আয়োজক তিন দেশে বিশ্বের সেরা ৪৮টি দল নিয়ে ১০৪ ম্যাচের বিশ্বকাপ আয়োজনের জন্য ট্রাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টাস্কফোর্সের নেতৃত্ব রেখেছেন নিজের হাতেই। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে- টাস্কফোর্সের কাজ পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে। আগামি বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। বিশ্বকাপ সফল ভাবে আয়োজনের জন্য হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মেক্সিকো ও কানাডার সাথে বিবাদে জড়িয়েছেন। অন্য আয়োজক দুই দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই উত্তাল উত্তর আমেরিকা মহাদেশ। কারণ ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো ও কানাডাও পাল্টা ব্যবস্থা নেয়।
অন্য দুই প্রতিবেশির সঙ্গে এই উত্তেজনা বিশ্বকাপকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে মনে করেন ট্রাম্প। ফিফা সভাপতির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।’
বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন ‘নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন’, তা নিশ্চিত করা। ‘আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০