স্পোর্টস ডেস্কঃ টানা হারের বৃত্তে থাকা শ্রীলঙ্কা অবশেষে হাসল জয়ের হাসি। শনিবার নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দেওয়া ডাচরা আজ আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ২৬২ রান। জবাব দিতে নেমে সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে বড় জয়ের স্বাদ পায় কুশাল মেন্ডিসের দল।
২৬৩ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পেরিয়েছে ১০ বল হাতে রেখেই। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন সামারাবিক্রমা। তার ব্যাট থেকে আসে ৭টি চারের মার। এছাড়া পাথুম নিশাঙ্কা করেছেন ৫৪ রান। চারিথ আসালঙ্কা করেন ৪৪ রান। এর আগে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হার দেখেছে শ্রীলঙ্কা।
লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। ওপেনার নিশাঙ্কা আউট হন ৫২ বলে ৫৪ করে। তবে সাদিরার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা। ১০৭ বলে ৭ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। মাত্র ৪ রানেই ফিরেন ওপেনার বিক্রমজিত সিং। ম্যাক্স ওডাউডকে ফেরান কাসুন রাজিথা। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি কলিন অ্যাকারম্যান। ৩১ বলে ২৯ রান করে ফিরেন তিনি।
বাস ডি লিডি এবং তেজা নিদামানুরুকে আউট করেছেন মাদুশঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের নায়ক ডাচ অধিনায়ককে দুর্দান্ত এক বলে বোল্ড করেন মহেশ থিকশানা। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে ডাচরা, তখন ত্রাণকর্তা হয়ে আসেন ফন বিক। এঙ্গেলব্রেখটকে নিয়ে গড়েন ১৩০ রানের বিশাল জুটি।
বিশ্বকাপের ইতিহাসে এই উইকেটে এঙ্গেলব্রেখট- ফক বিকের জুটির রানই এখন সর্বোচ্চ। তারা টপকে গেছেন গত বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার গড়া রেকর্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ভারত ৬ উইকেট হারিয়েছিল ৯২ রানে। এরপর ধোনি ও জাদেজা মিলে যোগ করেছিলেন ১১৬ রান।
দুজনের জুটি ভাঙে ৭০ রান করে এঙ্গেলব্রেখট ফেরায়। রাজিথার বলে আউট হওয়ার আগে ফন বিক করেন ৫৯ রান। তাতে ২৬২ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন রাজিথা এবং মাদুশঙ্কা। একটি উইকেট পেয়েছেন থিকশানা।
Discussion about this post