স্পোর্টস ডেস্ক:: আইসিসির বৈশ্বিক আসর মানেই ভারত ফেভারিট। বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারত যে কোনো দলকে ঠেক্কা দিতে পারে। শিরোপা জেতার অন্যতম দাবিদার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজেত শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপেও ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামছে ভারতীয় দল।
বিশ্বকাপ দল বাছাইয়ে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে ভারতীয় দলকে। একঝাঁক পারফর্মারকেও রাখতে হয়েছে দলের বাইরে। অবস্থা এমন যে, ভারতেরই দু’টি বিশ্বকাপ স্কোয়াড হয়ে যায় যো কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সামর্থ্যবান।
বিশ্বকাপ শুরুর আগে তাই ফেভারিটের তালিকায় ভারত। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান বলছেন, এবারের বিশ্বকাপে ভারতই ফেভারিট। সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট এর পডকাস্টে মরগ্যান বলেন, ‘টুর্নামেন্ট জুড়ে চোট ভোগালেও, নিঃসন্দেহে ভারত সবচেয়ে শক্তিশালী দল। বর্তমানে দলটির শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। তাদের ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়াদের নিয়ে আমরা কথা বলছি, কারণ তারা এতটাই সামর্থ্যবান।’
যে কোনে দলকে হারানো সমার্থ্য ভারতের আছে জানিয়ে মরগান বলেন,, ‘আমার চোখে তারা ফেবারিট। কাগজে-কলমে তাদের যে সামর্থ্য, মাঠে যদি তা দেখাতে পারে, আমার মনে হয়, তারা টুর্নামেন্টের যেকোনো দলকে ভালোভাবেই হারাতে পারবে।’
বিশ্বকাপে ভারতকে লড়তে হবে পাকিস্তানের সঙ্গে। এছাড়া গ্রুপে বাকী তিন দল গ্রুপ একটা চ্যালেঞ্জ জানাতে পারবে না রোহিত শর্মার দলকে। ভারত-পাকিস্তান গ্রুপে আছে কানাডা, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post