স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচ থাকে ভারত-পাকিস্তান। পুরো দুনিয়া অপেক্ষায় থাকা এ দুই পরাশক্তির ক্রিকেট লড়াই দেখতে। পাক-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, উন্মদনা। সমর্থকদের পাগলামো।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান। ৯ জুন নিউইয়র্কে মহা উত্তেজনার ম্যাচটি অনুষ্টিত হবে। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সব প্রস্তুুতিও সম্পন্ন। কিন্তুু এরই মধ্যে ম্যাচটি পণ্ড করে দেওয়ার হুমকি এসেছে।
জঙ্গী গোষ্ঠী আইএস ভারত-পাকিস্তানে হামলার হুমকি দিয়েছে। এমন হুমকির প্রেক্ষিতে নিউইয়র্ক শহরকে নিরাপত্তা চাদরে মোড়ে দেওয়া হচ্ছে। নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে ম্যাচটিকে ঘিরে।
হামলার হুমকি আসার পরপরই পুরো নিউইয়র্ক জুড়ে নিরাপত্তা জোরদার করছে অঙ্গরাজ্যটির সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল জানিয়েছেন, খেলাগুলো যেন সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে অঙ্গরাজ্যের সরকার। ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তার প্রশাসন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশকে আইন প্রয়োগকারী সংস্থার বর্ধিত উপস্থিতি, উন্নত নজরদারি এবং পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং প্রক্রিয়া সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছি। জননিরাপত্তা আমার সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা ক্রিকেট বিশ্বকাপকে নিরাপদ, উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post