নিজস্ব প্রতিবেদকঃ চলমান বিপিএলে আজ রোমাঞ্চকর এক জয় পেয়েছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার সিলেটে শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। ফরচুন বরিশালের কাইল মেয়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে রাইডার্সদের স্বপ্ন দেখাতে শুরু করেন সোহান। পরের চার বলে আরো চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রানে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নুরুল হাসান জানালেন, শেষ ওভারে ম্যাচ জেতানোর আত্মবিশ্বাস তার শুরু থেকেই ছিল, ‘আগের ওভারে খুশদিল দুটি ছক্কা মেরেছিল, সে বলছিল ম্যাচটা সম্ভব। কামরুল ইসলাম রাব্বিও এসে বলেছিল, তুমিই শেষ বলগুলো খেলো। আমারও মনে হয়েছিল, ইনশাআল্লাহ ব্যাটে-বলে হলে জেতা সম্ভব। প্রথম বলেই ছক্কা মারতে পারার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।’ শেষ মুহূর্তে ম্যাচ বের করে নেওয়ার অভিজ্ঞতা নুরুল হাসানের নতুন নয়। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি তার স্মৃতিতে এখনো গেঁথে আছে। অ্যাডিলেডে সেই ম্যাচে বাংলাদেশকে ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য দেওয়া হয়েছিল। শেষ ওভারে ২০ রান প্রয়োজন ছিল, নুরুল অপরাজিত ২৫ রান করলেও বাংলাদেশ ম্যাচ হেরে যায় মাত্র ৫ রানে।
সেই স্মৃতি আজও তার মনে জাগ্রত, ‘ম্যাচ জেতানোর পরও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের কথা মনে পড়ছিল। এক ওভারে ২০ রান দরকার ছিল, আমি মনে হয় ১৫-১৬ রান করেছিলাম, কিন্তু দলকে জেতাতে পারিনি। আজ সেটা করতে পেরে ভালো লাগছে।’ শেষ বলে দুই রান প্রয়োজন থাকলেও বড় শট খেলার পরিকল্পনাই করেছিলেন নুরুল। তার ভাষায়, ‘আমি চাইনি এক-দুই রান নিয়ে ম্যাচ শেষ করতে, আমি নিশ্চিত ছিলাম যদি বল জায়গায় আসে, তাহলে ওভার বাউন্ডারি মারার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০