স্পোর্টস ডেস্কঃ নতুন স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে ভালো করতে হলে সেরা ক্রিকেটার সাকিব ছাড়াও অন্যদের পারফর্ম চান জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
ক্রিকবাজের সাথে আলাপকালে হার্শা বলেন, ‘সাকিব আল হাসানের খেলা দেখতে আমার ভালো লাগে। মাঠের বাইরে সে টেম্পারমেন্টাল। কিন্তু মাঠের ভেতরে নিখুঁত। সে গত বিশ্বকাপে ছয়শোর বেশি রান করেছে। তবে বাংলাদেশকে যদি ভালো করতে হয় সাকিবের বাইরেও অনেক পারফরম্যান্স লাগবে।’
এদিকে সম্প্রতি আরেক ভারতীয় তারকা আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দল নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং ভালো, স্পিন বোলিং ভালো, দুইজন ভালো অলরাউন্ডার আছে, মিরাজ-সাকিবরা আছে। তবে কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। সত্যি কথা যদি বলি। এই দল কই পৌঁছাবে? আমার তো মনে হয় এই দল কোয়ালিফাই করবে না। কিছু আপসেট (অঘটন) এরা হয়ত করতে পারে। আগেও করেছে। তবে এই দল যদি আগে যেতে পারে সেটা মিরাকেলই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post