নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে ছন্দে নেই সাকিব আল হাসান। ব্যাট হাতে রান পান নি সেভাবে। পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেও ইনিংস বড় করতে পারলেন না তিনি। ৪৩ রানে আউট হলেন এই বাঁহাতি ব্যাটার। চলতি বিশ্বকাপে এটিই সাকিবের সর্বোচ্চ ইনিংস। এর আগের ইনিংসটি ছিল ৪০ রানের, নিউজিল্যান্ডের বিপক্ষে।
২০১৯ বিশ্বকাপে দারুণ খেলেছিলেন সাকিব। করেছিলেন ৬০৬ রান। চলতি আসরে সেই সাকিব রানের জন্য বেশ ভুগছেন। বাংলাদেশ অধিনায়ক আজ অনেকটা সময় নিজেকে সামলে রেখে শর্ট বলে ফিরলেন। বাঁহাতি এই ব্যাটার চলতি আসরে পঞ্চমবার শর্ট বলে আউট হলেন। ৭ রানের জন্য পান নি আসরে প্রথম ফিফটি।
হারিস রউফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করেন সাকিব। টাইমিং করতে পারেননি তিনি। মিডউইকেটে সহজ ক্যাচ নেন আঘা সালমান। ভাঙে ৪৮ বল স্থায়ী ৪৫ রানের জুটি। অনেক ভোগান্তির পর সবে থিতু হচ্ছিলেন সাকিব, এমন সময়ে উইকেট ছুড়ে এলেন তিনি। ৬৪ বলে চারটি চারে ফিরলেন ৪৩ রান করে।
উইকেটে এখন মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়ে ৭ উইকেটে ২০০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post