স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর পর এবার নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক জয় পূরণ করেছে দিশা বিশ্বাসের দল। যদিও এই জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে বাংলার কন্যাদের। তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে সুপার সিক্স বা সেরা ছয়।
বেনোনিতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই খানিকটা ধীর-স্থিরভাবে খেলতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ১৯ রানে আউট হয়ে ফিরে যান ওপেনিংয়ে জায়গা পাওয়া সুমাইয়া আক্তার (১২ বলে ১০ রান)। দ্রুতই বিদায় নেন আরেক ইনফর্ম ওপেনার আফিয়া প্রত্যাশা। এদিন মাত্র ১০ বলে ৭ রান করেন তিনি।
দুই রানের ব্যবধানে দুই উইকেটে হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় জুনিয়র টাইগ্রেসরা। সেখান থেকে ৩৮ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। কিন্তু পাঁচ রানের ব্যবধানে ফের জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ২ চার ও এক ছক্কায় ২২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন স্বর্ণা। এরপর আউট হন ১৫ বলে ২ চারে ১৭ রান করা দিলারা।
পঞ্চম উইকেটে রাবেয়া খান ও অধিনায়ক দিশা বিশ্বাসের ২২ রানের জুটি বাংলাদেশের জয়ের পথ অনেকটা সুগম করে দেয়। তবে ১৭ বলে ১০ রান করে দিশা ফিরলে খানিকটা দ্বিধার মুখে পড়ে বাংলাদেশের জয়। কিন্তু সেই দ্বিধা উড়ে যায় রাবেয়া ও মিষ্টি সাহার ১৮ রানে অবিচ্ছিন্ন জুটিতে। দুজনের সেই জুটিতে ভর করেই ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ২৪ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করে রাবেয়া ও ১৩ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে অপরাজিত থাকেন মিষ্টি।
যুক্তরাষ্ট্রের হয়ে ৪ ওভারে ১ মেইডেনসহ ১৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন অদিতিবা। স্নিগ্ধা, সাই তন্ময়ী ও ভূমিকা ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশী বোলারদের আঁটসাঁট বোলিংয়ে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্রের মেয়েরা। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারালেও, দ্বিতীয় উইকেটে স্নিগ্ধা ও দিশা মিলে গড়ে তুলেন ৫৭ রানের জুটি। দলীয় ৬৮ রানের জোড়া উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ইশানি ও গীতিকার ৩৫ রানের জুটিতে দলীয় রান কোনোমতে একশ পার করে যুক্তরাষ্ট্র।
ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেছেন স্নিগ্ধা পাল। ৩৭ বলে ৪টি বাউন্ডারির মারের এই ইনিংস সাজান টপ অর্ডার ব্যাটার। ৩৯ বল খেলে দুই বাউন্ডারিতে ২০ রান করেছেন ওপেনার দিশা। ইশানি ১৭ বলে ১ বাউন্ডারিতে ১৭ রান করে অপরাজিত থাকেন। ১৬ বলে ২ বাউন্ডারিতে ১৬ রান করেন অধিনায়ক গীতিকা।
বল হাতে বাংলাদেশের দিশা বিশ্বাস ৪ ওভারে ১ মেইডেনসহ ১৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। আরেক উইকেট নিয়েছেন মারুফা আক্তার। ৪ ওভারে ১৭ রান খরচ করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post