নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে ছক্কার রাজা এখন ভারতের রোহিত শর্মা। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার ফিফটি করলেন ভারতীয় অধিনায়ক, পেরিয়ে গেলেন ক্রিস গেইলের রেকর্ড। বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করেন রোহিত।
৪৯ ছক্কা নিয়ে এতদিন সবার ওপরে ছিলেন গেইল। রোহিত এই ম্যাচ শুরু করেন ৪৭ ছক্কা নিয়ে। তাঁর ৪৮তম ছক্কা আসে ট্রেন্ট বোল্টের বলে। এরপর ডানহাতি এই ব্যাটারের ছক্কার শিকার টিম সাউদি। আরেকবার বোল্টের বলে হুক করে তিনি বল গ্যালারিতে পাঠিয়ে পূর্ণ করেন ছক্কার ফিফটি। রোহিত থামেননি সেখানেই।
বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের প্রথম ওভারেও রোহিত বল আছড়ে ফেলেন গ্যালারিতে। ২৭ ইনিংসে ৫১ ছক্কা তার এখন। গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছিল ৩৪ ইনিংস ব্যাট করে। আজ টর্নেডোর মতো শুরু করলেও রোহিতের ইনিংসটি বেশি বড় হয় নি। ৪৭ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে ভারত অধিনায়কের।
সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফিরেছেন রোহিত। তবে প্যাভিলিয়নে ফেরার আগে ওয়ানডে বিশ্বকাপে ১৫০০ রান ছাড়িয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তার রান ২০০০। এদিকে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড থেকেও খুব দূরে নেই রোহিত। ৩৬৯ ইনিংসে ৩৫১ ছক্কা মেরে এখনও চূড়ায় শাহিদ আফ্রিদি। দুইয়ে থাকা গেইলের ছক্কা ২৯৪ ইনিংস খেলে ৩৩১টি। রোহিত ২৫৩ ইনিংস খেলেই হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেছেন ৩২০ বার।
Discussion about this post