স্পোর্টস ডেস্ক:: দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ ফুটবল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন দু’বার। স্পেনের হয়ে সবচেয়ে বেশি ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলারকে বিদায় নিতে হলো মনের কষ্টে। বিশ্বকাপ জেতা ফুটবলারের বিদায়টা হলো না সুখকর।
স্প্যানিশ ফুটবলার সার্জিও রামোস মনের কষ্টেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে। ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার ১৮ বছর সার্ভিস দিয়েছেন স্পেনকে। ২০১০ ফিফা বিশ্বকাপ জিতে স্প্যানিশরা। সার্জিও রামোস প্রথমবার বিশ্বকাপ জেতা স্পেনের সেই দলের সদস্য ছিলেন। ২০০৮ সালে এবং ২০১২ সালে স্পেনের হয়ে জিতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও।
বিদায় বেলা আক্ষেপও ঝড়েছে তার কণ্ঠে। নিজের মতো করে বিদায় নিতে পারেননি। পারফর্ম থাকলেও বয়স হওয়াতেই তাকে বাদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, আমার যাত্রাটা আমার নিজের সিদ্ধান্তেই শেষ করা প্রাপ্য ছিল। যদি আমার পারফরম্যান্স জাতীয় দলের সঙ্গে মানানসই না হতো, সেটা ভিন্ন কথা। বয়স তো কোনো গুণ বা দোষ হতে পারে না। একটা সংখ্যা মাত্র, যার সঙ্গে পারফরম্যান্স বা সামর্থ্য মেলানোর কিছু নেই। আমি মদ্রিচ, মেসি, পেপের মতো খেলোয়াড়দের প্রশংসা এবং সম্মান করি। দুভার্গ্যজনক আমার বেলায় তেমনটা হলো না। ফুটবল সবসময় ন্যায় হয় না, ফুটবল সমসময় ফুটবলের মতো হয় না।’
বিদায়ী বিতৃতিতে রামোস বলেন, ‘সময় এসেছে। স্পেন জাতীয় দলকে বিদায় বলার সময় এসে গেছে আমার। আজ সকালে বর্তমান হেড কোচের কাছ থেকে আমি একটি কল পেয়েছি, যিনি আমাকে জানিয়েছেন, আমি তার পরিকল্পনার অংশ নই। দলে থাকতে পারব না যেমনই পারফর্ম করি। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এই যাত্রার এখানেই সমাপ্তি। আমি আর কিছুটা সময় থাকতে চেয়ে ছিলাম। আশা করেছিলাম আরো ভালোভাবে শেষ করব।’
রামোস আরো বলেন, ‘আমি অবিস্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছি। যে সব শিরোপার জন্য আমরা লড়াই করেছি এবং একসঙ্গে উদযাপন করেছি। আমার জন্য সেটা অনেক বড় গর্বের। স্পেনের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ৈ বেশি ম্যাচ খেলা আমার জন্য গর্বের। এই ব্যাজ, এই শার্ট, এই সমর্থকরা, আপনারা সবাই, আমাকে সুখী করেছেন। যারা আমাকে বিশ্বাস করেছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post