স্পোর্টস ডেস্কঃ আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট। প্রায় এক বছর পর আবারও আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা পেসার। আগামী সেপ্টেম্বরের শুরুতে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে তারা। টি-টোয়েন্টিতে না থাকলেও ৫০ ওভারের কিউই দলে আছেন বোল্ট। দলে ফিরেই তিনি জানিয়ে দিয়েছেন কিউইদের হয়ে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন।
বোল্ট বলেন, ‘আমার ক্যারিয়ারের অনেক লম্বা সময় পার করে এসেছি। যে কয়েকটা বছর বাকি আছে, আমি একজন বোলার হিসেবে নিজের সর্বোচ্চটা যেন দিতে পারি। আমি অবশ্যই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য ক্ষুধার্ত। আশা করি, পরের দুই মাসে সবার সঙ্গে বিশেষ কিছুই করতে পারব। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে আমি সম্মান করি। যারাই ক্রিকেট খেলাকে স্বপ্ন হিসেবে নিয়েছে, তাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট অনেক বড় অবদান রেখেছে। ওয়ানডে বিশ্বকাপ এখনও আমার প্রাধান্যের শীর্ষে আছে।’
ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post