স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকী নেই। সৌদী আরবে এই মাসের শেষের দিকেই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের মেগা প্লেয়ার্স ড্রাফট। দু’দিন ব্যাপী প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল গড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ইতিমধ্যে আইপিএলের দশ দল নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। কোচিং স্টাফ নিয়োগ দিচ্ছে দলগুলো। পছন্দ মতো নামিদামি কোচদের হাতে তুলে দেওয়া হচ্ছে দল পরিচালনার দায়িত্ব। এবার দিল্লী ক্যাপিটালস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিলো বিশ্বকাপ জয়ী একজন সাবেক তারকা ক্রিকেটারকে।
আইপিএলের আগামি আসরে দিল্লী বোলিং কোচের দায়িত্ব পালন করেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকোর মুনাফ প্যাটেল। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন সাবেক এই ক্রিকেটার। সুই বোলিংয়ে পারদর্শী ছিলেন সাবেক এই পেসার।
ভারতের সাবেক এই ক্রিকেটার দীর্ঘ দিন খেলেছেন আইপিএলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। তবে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলা হয়নি। আইপিএলে মুনাফ প্যাটেলের পারফরম্যান্সও খুব খারাপ ছিলো না। এবার সেই লিগে কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
দিল্লী ক্যাপিটাল সাবেক ভারতীয় ক্রিকেটার বেনুগোপাল রাওকে হেড কোচ নিয়োগ দিয়েছে আগেই। এবার দিলো বোলিং কোচ নিয়োগ। । এছাড়াও কয়েক দিন আগেই ডিরেক্টর অফ ক্রিকেট পদে সাবেক ভারতীয় ক্রিকেটার হেমং বাদানিকে নিযুক্ত করে দিল্লীর ফ্র্যাঞ্চাইজি।
ভারতের হয়ে মুনাফ প্যাটেল ৭০টি ওয়ানডে ম্যাচে খেলেছেন। বল হাতে শিকার করেছেন ৮৬টি উইকেট। টেস্টেও তার ঝুলিতে রয়েছে ৩৫টি উইকেট। ৬৫টি আইপিএলের ম্যাচে মুনাফেরন শিকার ৭৬টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০