স্পোর্টস ডেস্ক:: স্বপ্নের ট্রফি নিয়ে অবশেষে ভারতের মাটিতে পা পড়েছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের। প্রায় দিন চারেক পর ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশেষ বিমানে বৃহস্পতিবার ভোরে নয়াদিল্লী পৌঁছান বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা।
ভক্ত-সমর্থকদের সঙ্গে বিমানবন্দরেই বিজয় উৎসব করেছেন ক্রিকেটাররা। এরপর হোটেলে গিয়ে বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম শেষে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এসময় বিরাট-রোহিতদের পরনে চ্যাম্পিয়ন লেখা জার্সি ছিলো।
সেখান থেকে ক্রিকেটাররা চলে যাবেন মুম্বাইয়ে। সেখানেই হবে মূল আয়োজন। ছাদ খোলা বাসে প্যারেড হবে ক্রিকেটারদের। দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ক্রিকেটাররা এবার মেতে উঠবেন বিশ্বকাপ উদযাপনে।
কিছুটা দেরিতেই উৎসব করতে হচ্ছে ক্রিকেট পাগল ভারতীয়দের। বিশ্বকাপ জয়ের পরপর যে দেশা ফেরা হয়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বেরসিক দুর্যোগ ‘বেরিল’ আঘাত হানায় সেখানেই আটকা থাকতে হয়েছে কয়েকদিন। বিমান চলাচল ছিলো বন্ধ। এরপর বিশেষ ব্যবস্থায় উড়িয়ে নেওয়া হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post