স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতে নিয়েছে রোহিত শর্মার দল। তাতে ঘুচে যায় ১৭ বছরের আক্ষেপ। এর আগে ২০০৭ সালে প্রথমবার শিরোপা জিতেছিল তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকা। আর রানার্সআপ হয়ে প্রায় ১৫ কোটি ২ লাখ টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থ পুরস্কার বরাদ্দ ছিল অন্য দুই সেমিফাইনালিস্ট, সুপার এইটে ওঠা দলগুলোর সঙ্গে গ্রুপ পর্বে খেলাদের জন্যও। সেমিফাইনাল থেকে ছিটকে পড়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের প্রত্যেকে পেয়েছে প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পেয়েছে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা করে। ১৩ নম্বর থেকে ২০ নম্বর দলগুলোকে দেওয়া হয়েছে ২ কোটি ৬৪ লাখ টাকা করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post