স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েই নাজাম শেঠি ঢেলে সাজান সবকিছু নতুন করে। কোচিং প্যানেলে পরিবর্তন আনতে যাচ্ছেন, সেই ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এবার দিলেন,অন্যতম বড় খবর।
মিকি আর্থারকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। পাকিস্তানের কোচিং প্যানেলসহ জাতীয় দলের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে আর্থারের কাছে। চলতি বছরের শেষে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপে সাফল্য পেতেই আর্থারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আর্থার। জানিয়েছেন নিজের রক্তের সাথে পাকিস্তানের ক্রিকেট মিশে আছে। এছাড়া জানিয়েছেন, পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে। এমনকি সব ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল হওয়ার সামর্থ্য রয়েছে।
মিকি আর্থার বলেন, ‘শেষ পাঁচ বছর আমি টিভিতে পাকিস্তানের প্রত্যেকটি খেলা দেখেছি। আমি খেলোয়াড়দের অতীত জানি,টেকনিক্যালি কী চিন্তা করছে তারা সেটা বুঝি। অনেকেই বলে থাকে, পাকিস্তান আপনার রক্তের মাঝে মিশে থাকে, অবশ্যই রক্তে মিশে থাকে। এই ক্রিকেট দলের সাথে আমার সম্পর্ক আবেগের, এই দেশের সাথেও।’
‘আবার ফিরে আসা ও দলকে সহায়তা করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আশা করি বিশ্বকাপ জিততে পারবো, আর সব ফরম্যাটেই বিশ্বের এক নম্বর হতে পারবো। কারণ, আমাদের অবশ্যই সেই প্রতিভা আর খেলোয়াড় আছে।’ যোগ করেন আর্থার।
এর আগে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেছেন। জিতেছেন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাও ফাইনালে ভারতকে হারিয়ে। এছাড়া টি-টোয়েন্টিতে দলকে র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গিয়েছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post