স্পোর্টস ডেস্কঃ একের পর এক চোটে জর্জরিত শ্রীলঙ্কার বিশ্বকাপ দল। দাসুন শানাকা-মাতিশা পাতিরানাদের পর ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লাহিরু কুমারা। বদলি হিসেবে ডাক পেলেন দুশমন্থ চামিরা। এই পেসারকে আগেই রিজার্ভ হিসেবে ভারতে উড়িয়ে নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
টুর্নামেন্টের শেষ ভাগে এবার মাঠে নামার দুয়ারও খুলছে চামিরার। বিশ্বকাপে ৩১ বছর বয়সী পেসার শ্রীলঙ্কার তৃতীয় বদলি ক্রিকেটার। এর আগে লঙ্কানদের নিয়মিত অধিনায়ক শানাকার চোটে দলে ঢুকেছিলেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে। এরপর পাতিরানার চোটে দলে সুযোগ পেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আগামীকাল সোমবার (৩০ অক্টোরব) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ওই ম্যাচে কুমারার মাঠে নামবেন সম্প্রতি দলের সাথে যোগ দেওয়া চামিরা। ওয়ানডেতে ৪৪ ম্যাচে তার শিকার ৫০ উইকেট। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে একশর বেশি ম্যাচ খেলেছেন।
পাঁচ ম্যাচে দুই জয়ে পাওয়া ৪ পয়েন্টে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। পুনেতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে তাদের পরের ম্যাচ। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের। সবশেষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে কুশাল মেন্ডিসের দল। শানাকা ছিটকে যাওয়া বিশ্বকাপ চলাকালীন সময়ে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মেন্ডিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post