নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খানের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে আইসিসি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। এই ম্যাচে চোট পাওয়ায় দেশে চলে যাবেন তিনি। তাঁর চোট নিয়ে আজ দুপুরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দলের ফিজিও বাইজেদুল ইসলাম বলেছেন, ‘সাকিব তাঁর ইনিংসের (শ্রীলঙ্কার বিপক্ষে) শুরুতে বাঁ-তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যাথানাশক ওষুধ খেয়ে ব্যাটিং চালিয়ে যান।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, দিল্লিতে সাকিবের একটি জরুরি এক্স-রে করা হয় ম্যাচের পর। সেখানে বাঁ ‘পিপ জয়েন্টে’ চিড় ধরা পড়েছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। তাই আজই পুর্নবাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরছেন সাকিব। এই চোটে বিশ্বকাপই শেষ হয়ে গেছে তাঁর। একই সঙ্গে আগামী ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post