স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে যুব বিশ্বকাপে আর্জেন্টিনার দৌড় থামল শেষ ষোলোয়। নাইজেরিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে হেরে বাদ পড়েছে আলবেসেলিস্তেরা। গত রাতে তাদেরকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আফ্রিকান সুপার ঈগলরা।
বুধবার রাতে সান জোয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে হয় নি কোনো গোল। তবে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে বাদ পড়ল আর্জেন্টিনা। যদিও এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা প্রথমে অর্জন করতে পারে নি দিয়েগো ম্যারাদোনা-লিওনেল মেসির উত্তরসূরিরা। তবে আয়োজক হওয়ায় মূল আসরে খেলার সুযোগ পায় তারা। তবে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই থামল আর্জেন্টাইনদের যাত্রা।
নাইজেরিয়ার হয়ে গোল দুটি করেন ইব্রাহিম বেজি মুহাম্মদ ও হালিরু সারকির। হারলেও পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষের গোল বরাবর ২৬টি শট নিয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তে যুবারা ম্যাচের শুরুতে খেলা কিছুটা স্লো গতির হলেও আস্তে আস্তে আক্রমণের ধার বাড়ায়। তবে কোনো দলই কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হয়নি। তাই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে নিজেদের রক্ষণের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর্জেন্টাইন যুবারা। আর সেই সুযোগ কাজে লাগায় আফ্রিকার দেশটি। নাইজেরিয়া এগিয়ে যায় ম্যাচের ৬১তম মিনিটে। আদেনিরানের অ্যাসিস্ট থেকেই বল জালে জড়িয়ে নাইজেরিয়ানদের উল্লাসে ভাসান ইবরাহিম বেজি মুহাম্মদ।
গোল হজমের পর তেঁতে ওঠে হাভিয়ের ম্যাশচেরানোর শিষ্যরা। গোলও পেয়ে যাচ্ছিল তারা। কিন্তু দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক। তবে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কফিনে দ্বিতীয় পেরেক ঠুকেন রিলওয়ানু হালিরু সারকি। ভিক্টর এহুয়া ইলেতুর অ্যাসিস্ট থেকে গোলটি করেন সারকি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post