স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয় নি হ্যারি ব্রুকের। তবে এই ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েই যাচ্ছেন। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করছেন। কিউইদের বিপক্ষে আগের ম্যাচে ৪৩ রানে অপরাজিত থাকা ব্রুক দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস। যার মধ্যে চার ও ছয় সমান পাঁচটি করে।
গত রাতে চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৯৫ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে ১৩.৫ ওভারে ১০৩ রান তুলতেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। তাতে ৯৫ রানের বড় জয় পায় জস বাটলারের দল। স্বাগতিকদের হয়ে ওপেনার জনি বেয়ারস্টো জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
৬০ বলে ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে শেষ পর্যন্ত ৮৬ রান করেন বেয়াস্টো। ১১ বলে মাত্র ১৯ রান করে ফেরেন ওপেনার উইল জ্যাকস। সিরিজের প্রথম ম্যাচের নায়ক ডেভিড মালান এদিন ব্যর্থ হয়েছেন। তিনি ফিরেছেন শূন্য রানে। তবে বেয়ারস্টোকে যোগ্য সঙ্গ দেন ব্রুক। কিউইদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ইশ সোধি। ১টি করে উইকেট পেয়েছেন মিচেল স্যান্টনার ও টিম সাউদি।
লক্ষ্য তাড়ায় অতিথিদের ব্যাটিং একদমই ভালো হয়নি। তিনে নামা টিম সেইফার্ট বাদে লড়াই করতে পারেননি কেউ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া গ্লেন ফিলিপস করেন ২২ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বল হাতে ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত গুস এটিকসন ২০ রানে নেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন আদিল রশিদ। ১টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স, স্যাম কারান, উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন।
Discussion about this post