স্পোর্টস ডেস্কঃ আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সর্বশেষ এশিয়া কাপ দলের ১৪ জনই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। শুধু উমা ছেত্রী জায়গা হারিয়েছেন। সুযোগ পেয়েছেন স্বস্তিকা ভাটিয়া। যদিও ফিট থাকা স্বাপেক্ষে খেলার সুযোগ পাবেন। এছাড়া রিজার্ভে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। তাঁরা হলেন তনুজ কানোয়ার, উমা ছেত্রী ও সাইমা ঠাকুর।
আগামী ৪ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। ৬ অক্টোবর ভারত-পাকিস্তান দ্বৈরথ। এরপর ৯ অক্টোবর গ্রুপ স্টেজের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবশেষ এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল স্মৃতি মান্দানা-শেফালি ভার্মাদের। আর ১৩ অক্টোবর হরমনপ্রীত কৌরের দল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ভারতের বিশ্বকাপ দল-
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজ, স্বাস্তিকা ভাটিয়া, পুজা বস্ত্রাকার, অরুন্ধতি রেড্ডি, দায়ালান হেমলাথা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল ও সঞ্জনা সঞ্জীবন।
রিজার্ভ- তনুজ কানোয়ার, উমা ছেত্রী ও সাইমা ঠাকুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০