স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর আগে আইসিসি স্বীকৃত প্রস্তুতি ম্যাচগুলোর প্রথমটি খেলা হলো না ভারতের। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল রোহিত শর্মার দলের। কিন্তু আসামের গোয়াহাটিতে বেরসিক বৃষ্টির জন্য টস হলেও একটি বল মাঠে গড়ায় নি এই ম্যাচের।
নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে টস হওয়ার পরেই গোয়াহাটিতে বৃষ্টি শুরু। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও আকাশে মেঘ ছিল না। হঠাৎ করেই শুরু হয়ে যায় বৃষ্টি।
বিশ্বকাপ প্রস্তুতি পর্বে ইংল্যান্ড তাদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। গোয়াহাটিতে আগামী ২ অক্টোবর হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এই ম্যাটে শুক্রবার টাইগাররা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে বড় জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে ভারত তাদের পরবর্তী ম্যাচটি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। আগামীকাল তারা গোয়াহাটি থেকে উড়াল দেবে তিরুবনন্তপুরমে। সেখানে অবশ্য গতকালও বৃষ্টির কারণে মাঠে গড়ায় নি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আজও বৃষ্টির কবলে পড়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ। আগামী ২ অক্টোবর মাঠে নামার কথা রয়েছে ভারত-নেদারল্যান্ডস।
ইংল্যান্ড বিশ্বকাপ দল- জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
ভারত বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post