স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। মুখোমুখি দুই জায়ান্ট- দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকা একাদশঃ কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া ও তাব্রেইজ শামসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post