স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ঘোষণা অবশেষে এলো। বিশ্বকাপ আয়োজনের অপেক্ষা ফুরালো সৌদী আরবের। ফিফা জানিয়ে দিয়েছে আগামি ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদী আরব। বেশ কয়েক বছর থেকে সৌদী আরবে বিশ্বকাপ আয়োজনের কথা চলছিলো। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসছিলো না।
বছর খানেক আগে প্রায় নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদী আরবের নাম। আরব দেশটিও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুুতি শুরু করে। অবশেষে এলো সেই ঘোষণা। আজ বুধবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কংগ্রেস অনুষ্ঠানে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে।
সৌদী আরব একক ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ২০৩৪ বিশ্বকাপের আগে অবশ্য ২০৩০ বিশ্বকাপ অনুষ্টিত হবে। সেই বিশ্বকাপ আয়োজন করবে পাঁচটি দেশ। মূল আয়োজক স্পেনের সঙ্গে থাকবে পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের কয়েকটি ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। ২০৩০ বিশ্বকাপ শতবর্ষী বর্ষকাপ উপলক্ষ্যে উরুগুয়ে ও প্যারাগুয়েতে কিছু ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
গত বছর অক্টোবর মাস ছিল বিশ্বকাপ স্বাগতিক হওয়ার জন্য বিড জমা দেওয়ার শেষ সময়। সেখানে এই আসরের জন্য একমাত্র দেশ সৌদী আরব হওয়ায় গত বছরই একরকমই নিশ্চিত হয়ে ছিলো। সৌদী আরবের নাম আসার পর কিছুটা শঙ্কা তৈরি হয়। কারণ কয়েকটি মানবাধিকার সংগঠন সৌদী আরবে বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায়।
মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে ফিফার বিরুদ্ধে অভিযোগ তুলেছে মানবাধিকার লঙ্ঘনের দিকটি এড়িয়ে সৌদীকে বিশ্বকাপে আয়োজন করতে দেওয়ার। তবে ফিফার পক্ষ থেকে বারবার বলা হয়েছে, বিশ্বকাপ যখন হবে, সেই সময়ের মধ্যে আরব দেশটিতে পরিস্থিতির উন্নতি হবে। এবার ফিফার আনুষ্ঠানিক ঘোষনায় সেই শঙ্কা কেটে গেলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০