স্পোর্টস ডেস্ক:: চলছে নারীদের ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপে হিজাব পড়ে, পুরো শরীর ঢেকে মাঠে নেমে ইতিহাস গড়েছেন মরক্কোর নারী ফুটবলার নউহাইলা বেনজিনা। দক্ষিণ কোরিয়াল বিপক্ষে রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে মরক্কো।
ক্রীড়া বিশ্বে নারীদের সিনিয়র পর্যায়েই নউহাইলা বেনজিনাই প্রথম কোনো ফুটবলার যিনি হিজাব পড়ে খেলেছেন। বিশ্বকাপের ইতিহাসেও প্রথম। তার এমন ইতিহাস গড়ার ম্যাচে মরক্কোও জিতেছে। দক্ষিণ কোরিয়ার মেয়েদের ১-০ গোলে হারিয়েছে মরক্কোর মেয়েরা।
বেনজিনা ম্যাচের শুরু থেকেই শুরু একাদশে। অন্য সতীর্থ ফুটবলারদের চেয়ে ভিন্ন ছিলেন তিনি। মাথায় হিজাব বেধে এবং পুরো শরীর ঢাকা পোশাক পরে খেলেন তিনি। এক সময় মাথায় হিজাব বেধে খেলতে ফিফার নিষেধাজ্ঞা ছিলো। যুক্তি ছিলো তাতে করে, স্বাস্থ্যগত নিরাপত্তা ঝুঁকিতে পড়েন ফুটবলাররা।
তবে ২০১৪ সালে ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে এতোদিন কোনো ফুটবলার হিজাব বেধে বা পুরো শরীর ঢেকে খেলেননি। বিশ্বকাপে মরক্কোর বেনজিনাই খেললেন প্রথম।
বেনজিনার এই উদ্যোগ অন্যদের মধ্যে উৎসাহ ছড়াবে জানিয়েছেন মুসলিম উইমেন ইন স্পোর্টস নেটওয়ার্ক। সংস্থাটির কো ফাউন্ডার আসমাহ হেলাল বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে আরও অনেক অনেক মুসলিম নারী এবং বালিকারা বেনজিনাকে দেখে উৎসাহী হবে। শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে উৎসাহী হবে তা নয়, বরং সিদ্ধান্ত গ্রহণকারী থেকে শুরু করে, কোচ এবং অন্য খেলাগুলোয়ও এভাবে মেয়েদের আগমণ ঘটবে বলে আমার বিশ্বাস।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post