স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর সেখানে খেলতে ওয়ানডে সুপার লিগের মাধ্যমে ইতিমধ্যেই ৮টি দল নিশ্চিত হয়ে গেছে। বাকি রয়েছে আরও দুইটি জায়গা। আর এর জন্য লড়াই হবে দশ দেশের মধ্যে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে হবে তাদেরকে।
সেই কোয়ালিফায়ারের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দশ দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে উইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
জিম্বাবুয়েতে ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার। যা কিনা আগামী ৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে ওঠবে। সেই ছয় দল নিয়ে সুপার সিক্সের লড়াই হবে। যেখানে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। আর সেই ফাইনালে খেলা দুই দলই নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপে খেলা।
বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নেওয়া দেশগুলোর মধ্য থেকে কেবল ওমান, যুক্তরাষ্ট্র ও নেপালের ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। বাকি সাত দেশেরই কোনো না কোনো সময়ের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে শ্রীলঙ্কা আর উইন্ডিজ আবার শিরোপাও জিতেছে। এদিকে আসন্ন এই বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
বুধবার ঘোষিত বাছাইয়ের দলে জায়গা হয়নি কলিন অ্যাকারম্যান, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকিরেন এবং রলফ ভ্যান ডার মারওয়ে’র মতো অভিজ্ঞ ক্রিকেটারের। জায়গা হয় নি ব্রেন্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গাগটেনেরও। স্কট এডয়ার্ডসই থাকছেন ডাচদের অধিনায়ক।
নেদারল্যান্ডস স্কোয়াড-
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, লগান ভ্যান বিক, বিক্রম সিং, আরিয়ান ডুট, ভিভ কিংমা, ব্যাস ডি লিড, নোয়াহ ক্রস, রিয়ান ক্লেইন, তেজা নিদামানুরু, ওয়েসলি ব্যারেসি, শারিজ আহমেদ, ক্লেটন ফ্লয়েড, মাইকেল লেভিট এবং সাকিব জুলফিকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post