স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। তবে এর আগে দুঃসংবাদ শুনতে হলো ব্রাজিলকে। রিয়াল মাদ্রিদে খেলার সময় চোট পেয়েছেন দলের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি তাঁর ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে ভিনিসিয়াসকে সে ব্যাপারে বিস্তারিত জানায় নি রিয়াল। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, অন্তত ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। এদিকে এর আগে রিয়াল হারিয়েছে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। বেলজিয়ান এই গোলরক্ষের সার্ভিস অনেক পাবে না দলটি।
সেলতা ভিগোর বিপক্ষে লা লিগায় শুক্রবার মুখোমুখি হয়েছিল রিয়াল। বালাইদোস স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটের সময় চোটে পড়ে মাঠ ছাড়েন ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘রিয়াল মাদ্রিদ মেডিক্যাল দল পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পেরেছে যে ডান উরুর মাংসপেশিতে চোট পেয়েছেন ভিনি। তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
আগামী মাসে কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর ৪ দিন পর প্রতিপক্ষ পেরু। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ দু’টির দল ইতোমধ্যে ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।
চোটে বাদ পড়া ভিনিসিয়াসের বদলি হিসেবে এখনও কাউকে দলে নেয় নি ব্রাজিল। গত জুনে খেলা দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। ধারণা করা হচ্ছে ভিনির জায়গায় তাঁকে দলে নেওয়া হতে পারে। এদিকে দলে আছেন নেইমার। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় আল হিলালের এই ফরোয়ার্ড।
ব্রাজিল দল-
গোলকিপার: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ও বেন্তো (আতলেতিকো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি( মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি) ও নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), আন্তোনি ( ম্যানচেষ্টার ইউনাইটেড) ও ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post