নিজস্ব প্রতিবেদক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কর্মকর্তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন। আগামি ২০২৪ আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ভেন্যুর সিলেটের দুই মাঠ পরিদর্শন করেছেন আইসিসির দুই কর্মকর্তা।
বুধবার আইসিসির ইভেন্ট অপারেশন্সের সিনিয়র ম্যানেজার সারা এডগাহ এবং ইভেন্ট অপারেশন্স ম্যানেজার গুজরাট সিং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। পাশাপাশি প্রেকটিস ভেন্যু সিলেট গ্রাউন্ড দুইও পরিদর্শন করেন আইসিসির কর্মকর্তারা।
সিলেটের দুই ভেন্যু পরিদর্শনের পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা সিলেটের দু’টি হোটেলও পরিদর্শন করেন। মাঠ এবং হোটেল সুবিধা দেখে মুগ্ধ হন তারা। ২০২৪ আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসি কর্মকর্তাদের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ কাবী ও ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সূজক প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post