স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে আজ ৪ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটিতে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখত পারল না তারা। হারের তেঁতো স্বাদ নিয়ে গোয়াহাটি ছাড়ছে দল। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।
সোমবার বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে শুরুটা ভালো হয় নি তাদের। এরপর বৃষ্টি বাধায় দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। কার্টেল ওভারে ৩৭ ওভারে নেমে আসে ম্যাচ। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রান। মেহেদি হাসান মিরাজের ৮৯ বলে ১০ বাউন্ডারিতে ৭৪ রানের ইনিংসে ইংলিশদের এই চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় শান্তর দল।
ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন কেবল তানজিদ তামিম ও মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১৮ রানের ইনিংস। তাসকিন আহমেদ শেষদিকে ১২ রানে অপরাজিত ছিলেন। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম কিংবা তাওহীদ হৃদয়দের কেউ দুই অঙ্কের ঘরেও প্রবেশ করতে পারেননি। ইংলিশদের পক্ষে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন রিস টপলি। ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ। ১টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান ও মার্ক উড।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ডেরও শুরুটা ভালো হয় নি। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে তানজিদ তামিমের হাতে ধরা পড়েন ডেভিড মালান। ৪ রান করেন এই ইংলিশ ওপেনার। মালান ফিরে গেলেও বাংলাদেশের বোলারদের তুলোধোনা করছিলেন জনি বেয়ারস্টো। অবশ্য তাকে বেশিক্ষণ থিতু হতে দেননি মুস্তাফিজ। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম বলেই তাকে বোল্ড করেছেন। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো।
হ্যারি ব্রুককে বেশিক্ষণ থিতু হতে দেননি হাসান মাহমুদ। ১৫ বলে ১৭ রানে শেষ হয়েছে ইংলিশ এই ব্যাটারের ইনিংস। এরপর ইংলিশ অধিনায়ক জস বাটলারকে থামান শরিফুল ইসলাম। ৩০ রান করেই ফিরতে হয়েছে বাটলারকে। লিয়াম লিভিংস্টোনকেও থিতু হতে দেননি তাসকিন আহমেদ। তার ব্যাট থেকে এসেছে ১১ বলে ৭ রান। এরপর বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেননি মঈন আলী ও জো রুট। তাদের ব্যাটে ভর করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
৩৯ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরেন মঈন। এরপর বাকিটা পথ ক্রিস উইকসকে নিয়ে নিরাপদেই পাড়ি দিয়েছেন রুট। এক প্রান্ত আগলে রাখা এই ব্যাটার ৪০ বলে ২৬ রান করে দলকে জিতেয়ে মাঠ ছেড়েছেন।বাংলাদেশের হয়ে ২৩ রানে ২ উইকেট শিকার করে সেরা বোলার মুস্তাফিজ। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। গোয়াহাটি থেকে বাংলাদেশ দলের গন্তব্য এখন হিমাচল প্রদেশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post