স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ শেষে লম্বা সময় ছুটিতে ছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। ইউরোপের ক্লাব ফুটবল শুরু হলেও গত মাসের শেষদিকের ম্যাচগুলোতে মাঠে নামেন নি তারা। লিওনেল মেসিকে ছাড়া পিএসজি লিগে খেলেছে দুই ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ব্রাইটনের মত দলগুলো আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হয়েছিল। তবে নতুন বছরের শুরুতে ক্লাবে ফিরেছেন বিশ্বকাপজয়ী তারকারা।
মঙ্গলবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যান ইউ। ম্যাচের আগে ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ তার বিশ্বকাপ মেডেল গলায় উপস্থিত হন। এ সময় ম্যান ইউ ফুটবলার, কোচিং স্টাফের সদস্যরা করতালির মাধ্যমে তাঁকে অভিবাদন জানান। গ্যালারিতে থাকা সমর্থকরাও বরণ করে নিয়েছেন উঠতি এই ডিফেন্ডারকে। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দারুণ পারফর্ম করেন মার্টিনেজ।
ম্যান ইউতে মার্টিনেজের প্রত্যাবর্তনের দিনে তার ৩-০ গোলে জিতেছে বোর্নমাউথের বিপক্ষে। এতে পয়েন্টের দিক থেকে তারা ধরে ফেলেছে তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে। গত রাতের অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে ড্র করেছে নিউক্যাসল। বোর্নমাউথ ম্যাচের নির্ধারিত সময়ের শেষদিকে মাঠে নামেন মার্টিনেজ। বদলি হিসেবে তাঁকে মাঠে নামান ম্যান ইউ কোচ এরিক টেন হাগ। ম্যাচের ৮৮তম মিনিটে ভিক্টর লিন্ডেলফের বদলি হয়ে মাঠে নামেন তিনি।
১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যান ইউ এখন পয়েন্ট তালিকার চার নম্বরে। তিনে থাকা নিউক্যাসলের পয়েন্টও ৩৫, ম্যাচও একটি বেশি খেলেছে। তিন-চারের পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান। এরিক টেন হাগের দলকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মার্কাশ রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে টানা ষষ্ঠ ম্যাচে গোল করলেন তিনি, যাঁর আগের ২৪ ম্যাচে ছিল মাত্র ৫ গোল।
বোর্নমাউথের বিপক্ষে কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান লুক শ। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাশফোর্ড। ২৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ক্রিস্টিয়ান এরিকসেনের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ইউনাইটেড জার্সিতে ২২তম ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। বদলি নামা আর্জেন্টাইন ফুটবলার আকেক্সান্দ্রো গারাঞ্চোর কাট ব্যাকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন লুক শ। ৮৬তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে অনায়াসে শূন্য জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post