স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা গ্রুপ পর্বের শেষটাও ভারত করেছে জয় দিয়ে। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে গতকাল (রোববার) ১৬০ রানে হারিয়ে ৯ ম্যাচের ৯ টিতেই জিতেছে ভারত।
টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আর চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড এবং বাংলাদেশ। খালি ফিরতে হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে। এদিকে টানা ৯ ম্যাচ জিতে শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলতে যাচ্ছে ভারত।
লিগ পর্বের ৪৫ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের বিরাট কোহলি। ভারতের এই ড্যাশিং ব্যাটার ৯ ম্যাচে করেছেন ৫৯৪ রান। ৯৯ গড়ে এসেছে তার রান। এবারের বিশ্বকাপেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীনের পাশে উঠে এসেছেন। ৯ ম্যাচে করেছেন ২ সেঞ্চুরি। আছে একটি ডাকও।
৪টি সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সমান ম্যাচে ৫৯১ রান নিয়ে দ্বিতীয় স্থানে। ৫৬৫ রান নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তবে সেরা ইনিংসটি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের, আফগানিস্তানের বিপক্ষে বিরুদ্ধস্রোতে দাঁড়িয়ে করেছেন অপরাজিত ২০১ রান। এদিকে পাঁচে থাকা ওয়ার্নারের রান ৪৯৯। ২ সেঞ্চুরি আর ২ হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে।
Discussion about this post