স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ভারত। তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনল দলটি। উঠতি তারকা শুভমান গিল জ্বরে ভুগছেন। ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে এই ওপেনারের। শঙ্কা দেখা দিয়েছে অজিদের বিপক্ষে তাঁর খেলা নিয়ে।
নিজেদের প্রথম ম্যাচে ভারত গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা জানা যেতে পারে আজ (শুক্রবার)। এদিন আরও একবার পরীক্ষা করা হবে তাঁর ডেঙ্গু। তারপরই ঠিক করা যাবে যে, আদৌ গিল খেলবেন কি না।
এদিকে শুধু ভারত নয়, তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও সার্ভিস নাও পেতে পারে অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসের। আগামী ৮ অক্টোবরের অনিশ্চিত এই তারকা অলরাউন্ডারের খেলা। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি, তবে এখনো সেরে ওঠেননি পুরোপুরি।
ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post