স্পোর্টস ডেস্কঃ অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। আগামী ১১ নভেম্বর ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন তিনি। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৩ বছর বয়সী এই পেসার। মূলত বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখায় ক্ষোভে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ দিকে উইলির এই সিদ্ধান্তকে সমর্থন করে এক্সে ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সময়টা জানিয়েছেন উইলি, ‘কখনো এই দিনটির দেখা পেতে চাইনি। সেই শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু অনেক সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করে অনুশোচনার সঙ্গে বুঝলাম, আমার জন্য সেই সময়টা চলে এসেছে। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’
ইংলিশ পেসার আরও লিখেছেন, ‘আমি গর্বসহকারে দলের জার্সি পরেছি। নিজেকে উজাড় করে দিয়েছি। আর সাদা বলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সৌভাগ্যবান মনে করি। এই দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন। এই পথ পাড়ি দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার স্ত্রী-সন্তান, বাবা ও মা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
২০১৫ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় উইলির। সাদা বলের ক্রিকেটে ইয়ন মরগানের দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে শেষ মুহূর্তে জফরা আর্চার দলে ঢোকায় জায়গা হারাতে হয় তাঁকে। ইংল্যান্ডের হয়ে ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলে ১৪৫টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরিও আছে তার। টি-টোয়েন্টিতে ১৩০.৬৩ স্ট্রাইক রেটে তাঁর রানসংখ্যা ২২৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post