স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটলে গেলেন ইংল্যান্ডের পেসার রিস টপলি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। চোট এতটাই গুরুতর যে গতকাল ব্যাটিংয়ে নামাই হয়নি তাঁর। রোববার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক সংবাপ বিজ্ঞপ্তিতে টপলির ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
ইসিবির ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না টপলির। আঘাত পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর। যে হাতে বল করেন সেই হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় আর বোলিং করাও সম্ভব নয় ২৯ বছর বয়সী পেসারের। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ইসিবির।
টপলি চোট পাওয়ায় শোনা যাচ্ছিল দলে আনা হতে পারে ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চারকে। এই মুহূর্তে ভারতেই আছেন আর্চার। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট। বলেছেন, ‘আর্চারকে মূল দলে নেওয়ার কথা আমরা ভাবছি না। যদিও আর্চার এখন অনেকটাই ফিট, কিন্তু এখানে এসেছে মূলত মেডিকেল টিমকে রিপোর্ট করতে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার।’
শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ব্যবধানে হারা ম্যাচের সপ্তম ওভারে রাসি ফন ডার ডুসেনের স্ট্রেট ড্রাইভ ঠেকাতে গিয়ে বোলিং হাতের মধ্যমা আঙুলে চোট পান টপলি। মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে ওভার শেষ না করেই ড্রেসিংরুমে ফিরে যান। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধে আবারও মাঠে নেমে বল করেন, ওই ওভারে নেন উইকেটও।
Discussion about this post