স্পোর্টস ডেস্ক:: সামনেই বিশ্বকাপ। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, তিনি কিছুটা আগেই দল পেতে চান। যাতে বিশ্বকাপ দল নিয়ে দু’একটা সিরিজ খেলা যায়। ভালো প্রস্তুুতি নেওয়া যায়। বিশ্বকাপের আগে বিশ্বকাপ প্রস্তুুতির জন্য স্কোয়াড চেয়ে ছিলেন তিনি।
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ টিম নির্বাচকেরা বারবার বলছেন, প্রায় ত্রিশের অধিক ক্রিকেটার তাদের বিশ্বকাপ বিবেচনায় আছেন। দলে একাধিক পরীক্ষা-নিরীপক্ষাও চালাচ্ছেন। তবে এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন দলে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই।
কাকে বাদ দেবেন, কাকে নেবেন এমন কাউকে খুঁজে পাচ্ছেন না বোর্ড সভাপতি। তার কথায় স্পষ্ট ইঙ্গিত বিশ্বকাপ দল অনেকটা চূড়ান্তই হয়ে গেছে। বোর্ড সভাপতি নাজুমল হাসান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। আমার কথা বলেন, কী সমস্যা, কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন। একেক করে। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ, কাকে বাদ দেবেন। আমি তো বুঝলাম না। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে ঢোকাইতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না, ওকে কিন্তু ঢুকাতে হবে। আপনারা যদি বলেন না ঢোকাবো না তাহলে তো মহাবিপদ। মোস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো। ’
বাড়তি একজন ওপেনার নিতে হবে মন্তব্য করে নাজমুল হাসান পাপন ব্লেন, ‘কথা হচ্ছে ওদের সঙ্গে কাকে নেবো। আমাদেরকে একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, যে কাউকে নিতে পারবে। এই জায়গায় অনেক লড়াই হচ্ছে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে।’
আফগানিস্তান সিরিজে বিশ্বকাপের দল নিয়ে ধারণা পাওয়া যাবে জানিয়ে বলেন, ‘আমার ধারণা আফগান সিরিজে অনেক কিছু জানতে পারবো। যে আচ্ছা ঠিক আছে একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায়। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post