স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপে সাকিব আল হাসান মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট নিয়েই। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন বাংলাদেশ মাঠে নামবে। সেই শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হটিয়ে আইসিসি টি-২০ অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষ স্থান পুনরুদ্ধার করছেন তিনি।
বিশ্বকাপে সাকিব মাঠে নামবেন টি-২০ ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার হয়ে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি-২০’র অলরাউন্ডারদের র্যাংকিং হালনাগাদ করেছে। তাতে ২২২ পয়েন্ট নিয়ে শীর্ষে তাকা ওয়ানিন্দুকে হটিয়ে ২২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন বাংলাদেশের তারকা।
সাকিব, ওয়ানিন্দু হাসরাঙ্গার পরেই তৃতীয় স্থানটি আফগানিস্তানের মোহাম্মদ নবির। তিনে থাকা এই তারকার ২১২ রেটিং পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post